মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সরদার আল আমিন (৩২)সহ ১০জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ এদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। ধৃতদের নিকট থেকে ১৭০ পিস ইয়াবাসহ ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উত্তর ভাট্টা গ্রামের ডাকাত সরদার আল আমিন, তার বিরুদ্ধে ডাকাতি সহ ৫টি মামলা রয়েছে। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে চরঝাকালিয়া গ্রামের নাছিমা (২৬), হারিনা গ্রামের শাহিনুর শানু (৪০),কামারকোনা গ্রামের মূছা মিয়া (৩০), চারিপাড়া গ্রামের আলম (৪০), চরিয়াকোনা গ্রামের মোবারক হোসেন (২৭) আচমিতার মাদক স¤্রাট আনোয়ার হোসেন আনার (৩৫) বাগরাইটের জহির রায়হান বাবলু (৪০) নবুরিয়া বাজিতপুরের সবুজ মিয়া (৩৪) মসূয়ার মাদক স¤্রাট মস্তোফা (৪৮)। এরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। কটিয়াদী মডেল থানার ওসি জাকির রব্বানী বলেন, কটিয়াদীতে মাদক বিরোধী অভিযান চলছে। এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে।
কটিয়াদীতে কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০
প্রকাশ : Apr 27, 2017 | Comments Off on কটিয়াদীতে কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১০
