মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার আচমিতা এলাকায়।
নিহত জালাল মিয়া কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত জনাব আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে জালাল মিয়া কটিয়াদী থেকে রিকশা চালিয়ে আচমিতার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় জালাল মিয়া রিকশাসহ রাস্তা থেকে নিচে ছিটকে পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারান।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সুবহান জানান কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত রিকশা চালকের লাশ ঘটনাস্থল হতে উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালককে পাওয়া যায়নি।
কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালো রিকশাচালক
প্রকাশ : Apr 28, 2020 | Comments Off on কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালো রিকশাচালক
