logo

কটিয়াদীতে কাজ না থাকায় দিন আনে দিন খায় মানুষের মাঝে হাহাকার

ফ.হ জোয়ারদার আলমগীরঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাজ না থাকায় দৈনিক শ্রম বিক্রিকরে জীবিকা নির্বাহকারী মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে। কটিয়াদী বাসষ্ট্যান্ডে প্রতিদিন সকালে শ্রম বিক্রিকারী মানুষের হাট বসে । সোমবার সকালে কটিয়াদী বসষ্ট্যান্ডে সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শ্রমজীবি মানুষ কারো বাড়িতে কাজের জন্য যেতে না পেরে রাস্তার পাশে লাইন ধরে বসে ও দাড়িয়ে থেকে হতাশায় ভুগছেন। উপজেলার চান্দুপুর গ্রামের আনার মিয়া (৬৫) জানান আমার পরিবারে লোক সংখ্যা ৪ জন। মানুষের বাড়িতে কামলাদিয়ে যে টাকা পাই তা দিয়ে কোনরকম সংসার চালাচ্ছি । করোনা রোগ আসায় আমাদেরকে এখন আর কেউ কাজে নেই না। সকাল থেকে বসে আছি কেউ আমাকে নিল না। সরাকারী কোন সহযোগীতা আমি পাইনি। এখন আমরা কিভাবে বেঁচে থাকবো। জালালপুর ইউনিয়নে ঝাকালিয়া গ্রামের সেকান্দর আলী (৬৫) তার পরিবারের লোক সংখ্যা ৮ জন, চর ঝাকালিয়া গ্রামের রমজান আলী পরিবারের লোক সংখ্যা ৭ জন, চরপুক্ষিয়া গ্রামের রফিকুল ইসলাম পরিবারের লোক সংখ্যা ৩ জন, উত্তর চরপুক্ষিয়া গ্রামের আ: মোতালিব পরিবারের লোক সংখ্যা ৪ জন, চর নোয়াকান্দি গ্রামের জমির মিয়া পরিবারের লোক সংখ্যা ৪ জন, আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের বাবু মিয়া লোক সংখ্যা- ৫ জন, পাঁচগাথিয়া গ্রামের হান্দু মিয়া পরিবারের লোক সংখ্যা ৭ জন, কটিয়াদী পৌর সভার কমরভোগ মহল্লার সৈয়দ মিয়া পরিবারের লোক সংখ্যা ৬ জন, হালুয়াপাড়া মহল্লার মো. অহিদ মিয়া পরিবারের লোক সংখ্যা ৭ জন তারা সকলেই জানান আমাদের কোন জমিজমা নেই । আমরা প্রতিদিন মানুষের জমিতে কাজ করে সংসার চালাই এখন আমাদেরকে কেউ কাজে নেয় না। সরকারী ভাবেও কোন সহযোগীতা পাইনা। বেশ কয়দিন যাবৎ কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছি। বাড়িতে বউ ছেলে মেয়েরা অপেক্ষা করে আমি বাড়িতে গেলে তাদের জন্য চাল, ডাল নিয়ে যাবো, তখন তারা খাবে । এখন কোন কাজ নাই তাদের মুখে কিভাবে খাবার তুলে দিবো? মরণ ছাড়া আমাদের কোন গতি নাই। জীবন বাঁচাতে আমরা সরকারের সহযোগীতা চাই।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে