logo

কটিয়াদীতে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃৃত্যু


কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আশরাফ উদ্দিন কালাম (৬৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন অব. শিক্ষক করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রোববার রাতে কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লার বাসায় তাঁর মৃৃত্যু হয়।

মৃত আশরাফ উদ্দিন কালামের পারিবারিক সূত্রে জানাযায়, বেশ কিছুদিন যাবৎ তিনি ঠান্ডা, কাশি, জ্বরসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ১২ জুন শুক্রবার করোনা পরীক্ষার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন তিনি। এখনো তার রিপোর্ট আসেনি। তিনি শনিবার ওয়াশরুমে পড়ে গিয়েছিলেন। এরপর থেকেই শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় রোববার রাতে তিনি মারা যান। মৃৃত্যুকালে তিনি স্ত্রী , ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ঘটনাপ্রবাহকে জানান করোনা উপসর্গ নিয়ে আশরাফ উদ্দিন কালাম প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তার জানাযা ও লাশ দাফন করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে