রফিকুল হায়দার টিটু
কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার তদন্ত কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
কমিউনিটি পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। সমাবেশে সভাপতিত্ব করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী।
কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি কটিয়াদী কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, করগাঁও ইউপি চেয়ারম্যান শরাফত লস্কর পারভেজ, চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় নূর মোহাম্মদ এমপি বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন পূর্বে গঠিত কমিটি অনেকটা স্থবির হয়েছে পড়েছে। কাজেই কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে পুরনো কমিটিকে ঢেলে সাজানো দরকার।
এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের সালামী মঞ্চের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।