logo

কটিয়াদীতে কওমী মাদ্রাসায় সরকারি অনুদানের চেক প্রদান

কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র রমযান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে উপজেলার ৮ টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
কটিয়াদী উপজেলার ০৮ টি কওমী মাদ্রাসার প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলার কওমী মাদ্রাসার প্রধানগণের হাতে অনুদানের চেক তুলে দেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী- পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কওমী মাদ্রাসার প্রধানগণ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে