মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় রোববার রাতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সহকারি পুলিশ সুপার মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এড.সোহরাব উদ্দিন। মডেল থানার নবাগত ওসি আহসান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, আবুল কাসেম আকন্দ, আতাহার উদ্দিন রতন, কামাল হোসেন মিলন, আবু হানিফা, পৌর কাউন্সিলর জাহানারা এমদাদ, মাহবুবুর আলম সোহেল, জয়নাল আবদীন, সাংবাদিক বেণী মাদব ঘোষ, সারোয়ার হোসেন শাহীন, ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কটিয়াদী উপজেলাকে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষার দাবি জানান। সংসদ সদস্য কটিয়াদী উপজেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
কটিয়াদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
প্রকাশ : Nov 21, 2016 | Comments Off on কটিয়াদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত