logo

কটিয়াদীতে এমপি নূর মোহাম্মদ ও অমিত নূরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে করোনা ভাইরাসে আক্রান্ত নূর মোহাম্মদ এমপি ও তার একমাত্র পুত্র ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর অমিতের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্য ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ফখর উদ্দিন ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রফিকুল ইসলাম টিটু।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাসউদুল আলম হারুন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মজিব, অপসরপ্রাপ্ত শিক এনামুল হক ভ’্ইয়া নোমান, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন- সাধারন সম্পাদক ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মোবারক হোসেন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সকালের দুনিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ তাহের, দপ্তর সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুম পাঠান, নির্বাহী সদস্য ও কটিয়াদী প্রবাহের সম্পাদক এস এম নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও দৈনিক খোলাকাগজ- কেটিভি বাংলা প্রতিনিধি আতিকুর রহমান কাযিন, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক মো. আবু নাঈম, সমাজ সেবক জহিরুল ইসলাম ইদ্রিস, আশিকুল ইসলাম প্রমুখ।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে