logo

কটিয়াদীতে ইসলাম ধর্মের কটুক্তিকারী আলম গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক।।ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তিকারী শামসুল আলম ওরফে হোয়াইট আলম (৬৫) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লা থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ওই মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বাগরাইট মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ হোয়াইট আলমকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে পুলিশ ৫০ পিস ইয়াবাও উদ্ধার করে।
শামসুল আলম দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম, হযরত মোহাম্মদ ( স.), পবিত্র কোরআন শরীফ ও নবীর স্ত্রীগণকে নিয়ে কটুক্তি করে আসছিল। তিনি পূণরায় বৃহস্পতিবার ভারতের বাররী মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ নিয়ে মুসলমানদেরকে অত্যাচারী, লম্পট, বর্বর বলে ফেসবুকে স্ট্যাটাস দিলে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল বলেন, গ্রেফতারকৃত আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে