কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইটভাটা বন্ধেরে দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার দুুপুরের উপজেলার করগাঁও বাজারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
করগাঁও ইউনিয়নে ফসলি জমি ও আবাসিক এলাকায় স্থাপিত শাপলা ব্রিক ফিল্ডটি বন্ধের দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, রায়সুল ইসলাম খোকন, সোহাগ মিয়া, শফিকুল ইসলাম, হারুন মিয়া, শাহ আলম প্রমূখ।
ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন শুরু হওয়ার পূর্বে ভাটার মালিকের লোকজন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং আয়োজক কারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ইটভাটাটি ফসলী জমি, আবাসিক এলাকা ও রাস্তার পাশে স্থাপিত হওয়ায় ফসল, রাস্তা ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। নিরাপত্তাহীনতায় লোকজন এ এলাকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
ইটভাটা স্থাপনের নিয়মনীতি না মেনে ভাটাটি স্থাপিত হওয়ায় এটি বন্ধের জন্য দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী দাবী করে আসছে।