মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়েল (২৫) নামে এক ইটভাটার শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে তার স্বজনরা ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় নিহত জুয়েল উপজেলার তেতুইতলা গ্রামের মৃত হামির উদ্দিনের ছেলে ও উত্তর মুমুরদিয়ার রূপসী বাংলা ব্রীক ফিল্ডের শ্রমিক। বৃহস্পতিবার সকালে ইটভাটা সংলগ্ন জমিতে জুয়েলের মৃত দেহ পরে থাকতে দেখে কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন । এই হত্যা কান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ইটভাটার শ্রমিক ও দক্ষিণ মুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলাম কে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য রূপসী বাংলা ব্রীক ফিল্ডের যৌথ মালিক নুরুল ইসলাম ভূইয়া, ফজলুর রহমান ভূইয়া ও আরিফ হোসেনকে থানায় নিয়ে আসেন। কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. আবুল হোসেন জানান জুয়েলের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও তার গলায় গামছা পেচানো থাকায় ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কটিয়াদীতে ইটভাটার শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ-আটক ১
প্রকাশ : Mar 02, 2017 | Comments Off on কটিয়াদীতে ইটভাটার শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ-আটক ১