কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদে মাছ ধরতে গিয়ে মো. জুবায়েদ হোসেন (১৫) নামে স্কুল ছাত্র পানিতে ডুবে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ পানির উপর ভেসে উঠলে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করা হয়।
মৃত জুবায়েদ হোসেন উপজেলার জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি গ্রামের বড় বাড়ির প্রবাসী মো. জুয়েল মিয়ার ছেলে ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জুবায়েদ হোসেনের চাচা মো. মুকুল মিয়া জানান, শুক্রবার সকালে জুবায়েদকে নিয়ে মাছ ধরার জন্য আড়িয়ালখাঁ নদে যায়। জুবায়েদ ১১টার দিকে জাল ফেলার সময় নৌকা থেকে পানিতে পরে ডুবে যায়। ডুবে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরি দল খোঁজাখুঁজি করেও তার সন্ধান করতে পারেনি। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ পানির উপর ভেসে উঠলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, আড়িয়াল খাঁ নদে শুক্রবার বেলা ১১ টার দিকে স্কুল ছাত্র জুবায়েদ হোসেন নিখোঁজ হওয়ার পর আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ পানির উপর ভেসে উঠলে সংবাদ পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা
দায়ের করা হয়েছে।