নিজস্ব প্রতিবেদক :
‘কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে মাস্ক বিতরণ ও ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কামারকোনা এলাকায় ডেভেলপমেন্ট ফর সোসাইটি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, ডেভেলপমেন্ট ফর সোসাইটির চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, রজনীগন্ধা সমাজ কল্যান স্পোর্টিং ক্লাবের সভাপতি আরিফুল হাসান উজ্জল প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভা টিকাদানকারী হারুন অর রশীদ আলী, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি লিমন মিয়া, কামারকোনা যুব কল্যান সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মেন্দু, সবুজ কুড়ি বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক মোবারক হোসেন বাবু, ক্লাসিক ইলেক্ট্রো-ট্রেড এর ম্যানেজার মনির হোসেন, ডিপিএস সহ- সভানেত্রী আম্বিয়া খাতুন, ডিপিএস সাধারন সম্পাদীকা নাছিমা বেগম, ডিপিএস কোষাধ্যক্ষ রুপা বেগম, সোহেল মিয়া, সেলিনা আক্তার, নার্গিস আক্তার প্রমুখ।