মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ২ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে ভোক্তার মৌখিক অভিযোগের প্রেক্ষিতে কটিয়াদী বাজারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা প্রমাণীত হওয়ায় ১০০ টাকার ব্লিচিং পাউডার ৩০০ টাকা করে বিক্রি করায় সমর বর্মন ষ্টোরকে ৫০ হাজার টাকা এবং ৮০ টাকার রসুন ১২০ টাকায় বিক্রি করায় ফজলুর রহমান ষ্টোরকে ১০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে সহযোগীতা করেন কটিয়াদী মডেল থানার ওসি এম.এ জলিল ও কটিয়াদী পৌর স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল।
অভিযান প্রসঙ্গে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, সমর বর্মনের বিরুদ্ধে দীর্ঘদিনের একটি অভিযোগ ছিল যে, তিনি পণ্য মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। আজ তাকে পণ্যের ক্রয় মূল্য থেকে তিনগুণ বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে পঞ্চাশ হাজার টাকা এবং ৮০ টাকার রসুন ১২০ টাকায় বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কটিয়াদীতে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : Apr 12, 2020 | Comments Off on কটিয়াদীতে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা
