logo

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির পদক্ষেপ গ্রহন

আব্দুল মান্নান স্বপন, কটিয়াদী থেকে

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। হাসপাতালের অন্তঃ বিভাগের জন্য মোবাইল ফোন ও সিম সরবরাহ, মাঠ পর্যায়ে মা সমাবেশ ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির জন্য স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রম জোরদার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিপল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত এএনসি, পিএনসি কার্যক্রম জোরদার, লেবার ওয়ার্ড রেনোভেশন ,লেবার এর প্রয়োজনীয় যন্ত্রপাতি ,সরঞ্জামাদি , ঔষধ সরবরাহ ,পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য যে কোনো জরুরী প্রয়োজনে সার্বক্ষণিক ও দ্রুত সহযোগিতা নিশ্চিত করেন । অ‍ন্তঃ ‌ বিভাগের হলরুম নতুনভাবে সুসজ্জিত , এসি মেরামত করাসহ ও অন্তঃবিভাগে কর্মরত নার্স ও মিডওয়াইফ দের সাথে মতবিনিময় সভা , সমস্যার সমাধান সহ মাঠ পর্যায়ের সিএস সিপি, স্বাস্থ্য সহকারী , সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক , জরুরি বিভাগে কর্মরত স্টাফ সহ সকলের সাথে সমন্বয় সাধন করে স্বাস্থ্য বিষয়ক মাসিক সভায় গুরুত্বসহকারে ও আন্তরিকতার সহিত কাজ করার ও সমন্বয় সাধন করার নির্দেশ প্রদান করা  হয়। সর্বোচ্চ ডেলিভারি প্রদানকারী এবং সর্বোচ্চ ডেলিভারি যারা মাঠ পর্যায় থেকে প্রেরণ করতে পারবেন তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিপল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান গর্ভবতী ‍মায়েদের সন্তান প্রসবের জন্য  হাসপাতালে ডেলিভারি  করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে