কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীর পারভেজ মিয়া (৩২) নামে এক যুবক নদীতে তলিয়ে যাওয়া ভাইরাভায়ের ছেলেকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।
পারভেজ মিয়া কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের এলাম মিয়ার পুত্র। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিকলী বেড়িবাঁধের নিকলী – অষ্টগ্রাম সড়কের ঢালে প্রেম সাগর ঘাটে ।
এলাকাবাসী জানায়, পারভেজ নিকলী উপজেলার টিক্কলহাটি গ্রামে ভাইরাভাই আল আমীনের বাড়িতে বেড়াতে আসেন । বৃহস্পতিবার দুপুরে নিকলী বেরিবাঁধে সড়কের ঢালে গোসল করার সময় ভাইরাভায়ের ছেলে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পারভেজ ডুব দেয়। এ সময় ছেলেটিকে বাঁচাতে সক্ষম হলেও পারভেজ পানিতে তলিয়ে যায়। উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।