logo

কটিয়াদীরের ১ প্রভাষক পানিতে ডুবে মৃৃত্যু, জীবিত উদ্ধার ও নিখোঁজ-২

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা থেকে আনন্দ ভ্রমনে গিয়ে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর হাওর পর্যটন এলাকায় প্রবল স্রোতের মধ্যে গোসল করার সময় এক-ই পরিবারের তিন সদস্য গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এদের মধ্যে কলেজ শিক্ষক মৃত, এক শিক্ষার্থী জীবিত উদ্ধার ও এক নিখোঁজ শিক্ষার্থী রোববার দুপুর পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় জেলার করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজের নিচে।

জান গেছে, শনিবার সকাল ৯ টার সময় ৮ টি মোটরসাইকেল যোগে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের ১৬ জন তরুণ-যুবক একই জেলার করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ হাওর পর্যটন এলাকায় আনন্দ ভ্রমণে যান।

এদের মধ্যে টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে হাদিউল ইসলাম রুবেল (৩৩)কে মৃত এবং তার চাচাতো ভাই দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান শোভন (১৭) কে স্থানীয় ডুবুরি দল জীবিত অবস্থায় উদ্ধার করে । শোভনের চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শোভনের বড় ভাই কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৌরভকে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

শোভন ও সৌরভ একই গ্রামের চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইমুল ইসলামের ছেলে।

আনন্দ ভ্রমনের সহযাত্রী আতাউর রহমান জামাল জানান আমরা সেখানে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া নিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যার আগে হাসানপুর ব্রিজের পূর্ব প্রান্তের করিমগঞ্জ উপজেলার সীমানায় প্রবল স্রোতের পানিতে এক সঙ্গে জলকেলির আনন্দে মেতে ওঠে। এক পর্যায়ে প্রবল স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয় তিন সহোদর চাচাতো ভাই। এদের মধ্যে এক জনকে জীবিত ও একজনকে মৃত উদ্ধার করছে স্থানীয় ডুবুরি দল। এক জনের সন্ধান এখনও পাওয়া যায়নি।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রাম জুড়ে শোকের মাতম বইছে। নিহত কলেজ প্রভাষক হাদিউল ইসলাম রুবেলের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রভাষক হাদিউল ইসলামের স্ত্রী নিশাত তামান্না স্মৃতি কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নদীর পানিতে তলিয়ে যাওয়া তিন জনের মাঝে হাদিউল ইসলাম রুবেল নামে একজন প্রভাষকের মৃতদেহ ও ফারহান শোভন নামে এক স্কুল শিক্ষার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইকরামুল ইসলাম সৌরভ নামে অপর এক অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে