logo

কটিয়াদীতে ৭ দিনের কঠোর লকডাউনে ৭১ মামলায় ১লক্ষ ৩২ হাজার ৪ শত টাকা জরিমানা

মো. আবু নাঈম, কটিয়াদী থেকে

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি ‘বিধি—নিষেধ বা কঠোর লকডাউন এর প্রথম ৭ দিন বন্ধ ছিল দোকানপাট। সড়ক, মহাসড়ক ছিল যানবাহন শূন্য। লকডাউন কার্যকরে বিভিন্ন হাট বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও জ্যোতিশ্বর পাল এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দিনে ৭১টি মামলায় ১লক্ষ ৩২ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত সরকার ঘোষিত প্রথন সাতদিনের কঠোর লকডাউন এ কটিয়াদী উপজেলার জালালপুর, লোহাজুরী, মানিকখালী, আচমিতা, বানিয়াগ্রাম, বেতাল, মসূয়া, ও বনগ্রাম বাজারসহ বিভিন্ন হাট বাজার, সড়ক ও মোড়ে সরকারী আইন অমান্য করে ঘর থেকে বের হয়ে অযথা ঘুরাফেরা করার অপরাধে জরিমানা আদায় করেন। অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসচেতনতা, মাস্ক বিতরণসহ নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে