কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ কেজি গাঁজাসহ লিটন মিয়া (২২) ও বিপুল সাহা (৩৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধা ৭টার দিকে কটিয়াদী বাসষ্ট্যান্ডের মেলা হোটেলের সামনে গাঁজা বিক্রয়ের সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানার এসআই সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গাঁজা ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করেন।
শনিবার দুপুরে আটককৃতদের কে কিশোরগঞ্জ জেল হাজতে সোপর্দ করেছেন পুলিশ।
লিটন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের চাঁন মিয়ার পুত্র ও বিপুল সাহা হবিগঞ্জ সদর উপজেলার মাসুলিয়া গ্রামের ননী সাহার পুত্র।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধা ৭টার দিকে কটিয়াদী বাসষ্ট্যান্ডের মেলা হোটেলে সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকের সময় লিটন মিয়ার কাঁধে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ও বিপুল সাহার ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুুপুরে তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে সোপর্দ করা হয়।