কটিয়াদী (কিশোরগঞ্জ )প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১৯-২০ জুন সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে ২ দিন ব্যাপী ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছৈ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষক মো. মইনুল হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর সম্রাজ কুমার মন্ডল ।
প্রশিক্ষণ কর্মশালায় সড়ক ব্যবহার, রাস্তা পারাপার, রোড সেফটি আইন, রোডের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা কেন ঘটে এবং এ থেকে প্রতিকারের উপায়, স্কুলের শিক্ষার্থীদের কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাচাতে পারে, যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ,ফ্লিপ চাটের ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মশালায় চাতল বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান, জয়ন্তী রানী সূত্রধর সহকারী শিক্ষক ৩১ নং দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, রাসেল আহম্মেদ খান চাতল বাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের ও সাধারণ জনগনের সাথে কিভাবে কাজ করলে দুর্ঘটনা কমিয়ে আনা যায় তা নিয়ে যুক্তি তুলে ধরেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।