মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটর সাইকেলযোগে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার চারিপাড়া এলাকায় একটি পিকআপ পিছন থেকে তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মাগরিবের নামাজের পর আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকার একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে আব্দুল ওয়াহাব আইন উদ্দিন কটিয়াদী থেকে মোটর সাইকেল যোগে রওনা হন।
মহাসড়ক থেকে ডানদিকে সরু রাস্তায় নামার সময় পিছন দিক থেকে একটি পিকআপ মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে চালক সজিব ও আব্দুল ওয়াহাব আইন উদ্দিন দুজনেই গুরুতর আহত হন।
আহত সজিবকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এছাড়া গুরুতর আহত আব্দুল ওয়াহাব আইন উদ্দিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, এ সংবাদ শুনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে এক নজর দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আইন উদ্দিন গুরুতর আহত
প্রকাশ : Dec 23, 2020 | Comments Off on কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আইন উদ্দিন গুরুতর আহত
