মো. আবু নাঈম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম । বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. হায়দার আলী, কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা ফাতেমা ।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, ইমাম, এনজিও সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।
কটিয়াদীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : Oct 12, 2021 | Comments Off on কটিয়াদীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
