কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য নূর মোহাম্মদ।
ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক শামসুজ্জামান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নাজমুস সালেহিন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম.এ জলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা প্রমুখ।
কটিয়াদীতে মহান বিজয় দিবস পালিত
প্রকাশ : Dec 16, 2020 | Comments Off on কটিয়াদীতে মহান বিজয় দিবস পালিত
