কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের নামে প্রতারণাকারী আবু নাঈম রাজু (২৪) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আবু নাঈম রাজু উপজেলার চান্দপুর ইউনিয়নের শিমুলকান্দী গ্রামের মফিজ মিয়ার পুত্র।
শনিবার রাতে উপজেলার মসূয়া ইউনিয়ন হতে বিয়ে প্রতারক চক্রের সদস্য নাঈমকে আটক করে কটিয়াদী মডেল থানা পুলিশ।
গত ৯ মাসে নাঈম কটিয়াদীতে দুইটি, ভৈরবে একটি এবং নরসিংদী জেলার মনোহরদীতে একটি বিয়ে করেছে বলে তথ্য পেয়েছে পুলিশ।
একটি প্রতারক চক্র আবু নাঈম রাজু কে এতিম পাত্র সাজিয়ে বিয়ে করায় । বিয়ের পর নাঈমকে শশুর বাড়িতে রেখে জামাইকে বিদেশ পাঠানো , বাড়িতে বন্ধক রাখা জমি ফেরত আনা , মৃত্যুর পূর্বে পিতার ঋণের দায় মুক্তির কথা বলে পাত্রীর পিতা-মাতার সহানুভূতিকে কাজে লাগিয়ে বাণিজ্য করতেন নাঈম ও তার সহযোগিরা। বিভিন্ন স্থানে বিয়ে করে নতুন জামাই হিসেবে পাত্রীর পরিবার থেকে নানা অজুহাতে আদায় করতেন লক্ষ লক্ষ টাকা।
দীর্ঘদিন যাবৎ প্রতারক চক্রটি এলাকার সহজ সরল পরিবারের মেয়েদের বিয়ে নামে তাদের পিতা-মাতার নিকট থেকে নানা কৌশলে টাকা আদায় করাই ছিল তাদের পেশা ।
এ প্রতারক চক্রের কেউ ছেলের বড় ভাই, কেউ চাচা, কেউ মামা আবার কেউবা ঘটকের ভূমিকা পালন করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন জানান, প্রতারক চক্রটি দীর্ঘ দিন ধরে আবু নাঈম রাজুকে বর সাজিয়ে বিয়ে বাণিজ্য করে আসছে। এমন অভিযোগে রাজুকে আটক করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন পাশাপাশি দন্ডবিধি আইনেও মামলার দায়ের করা হয়েছে। নাঈমকে কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।