কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক মাদ্রাসার পিয়ন প্রাণ হারিয়েছেন। রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত মোতালিব চারিপাড়া আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসার এমএলএসএস ( পিয়ন) ও উপজেলার চারিপাড়া গ্রামের মৃত আবদুল কাদিরের পুত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টায় দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে চারিপাড়া আজিম উদ্দিন বালিকা মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। এসময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে পিছন থেকে ধাক্বা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর ভাবে আহত হন। স্থানীয়রা আহত মোতালিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দিগন্ত পরিবহনের (ঢাকা মেট্রো-ব, ১১-৬৯০০) ঘাতক বাসটি আটক করেছে কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির পুলিশ। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার জানান দিগন্ত পরিবহনের চালক ওয়াহেদুল্লাকে গ্রেফতার ও বাসটি আটক করা হয়েছে। চালক ওয়াহেদু ল্লা চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার মৃত আব্দুল খালেকের পুত্র।
জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের পক্রিয়া চলছে।