logo

কটিয়াদীতে বন্যার পানিতে ২৩টি গ্রাম প্লাবিত,বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন নূর মোহাম্মদ এমপি

মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তিনটি ইউনিয়নের ২৩ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামগুলি পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। তিনটি ইউনিয়ন হচ্ছে করগাঁও, সহশ্রাম ধূলদিয়া ও চান্দপুর।

উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টির পানিতে উপজেলার নিম্নাঞ্চলের গ্রামগুলি প্লাবিত হচ্ছে। গত দুই দিনে চান্দপুর ইউনিয়নে ভাঙ্গনাদী, ভবানীপুর, দিনামনি, দূর্গাপুর, কমর মন্ডলভোগ করগাঁও ইউনিয়নে গ্রাম লাহুন্দ, টেকেরগাঁও, কালিপুর, পাঁচলিপাড়া, নয়নপুর, কোমারকান্দি, শান্তিপুর, কাওনা মামুদপুর। সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে গৌরিপুর, হাসারকান্দা, শিমুলতলা, কইতুরিপাড়া, বাদজুর কান্দি, আটকলা, পশ্চিমপুরুরা, সতেরদ্রোন, রায়খোলা গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। বাড়িঘর, রাস্তাঘাট ও দোকানপাটে পানি উঠে পড়ায় এলাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। প্রতিদিনই পানি বৃদ্ধির কারণে আতঙ্কে রয়েছে উপজেলার অন্যান্য গ্রামবাসী।

চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফজু জানান, আমার ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যার পানি উঠেছে । বন্যকবলিত এলাকায় মানুষের জন্য ৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে। ইতি মধ্যে বন্যার পানি প্লাবিত এলাকার লোকজন আশ্রয়ন কেন্দ্রে আসতে শুরু করেছে।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল জানান, উপজেলার ৩টি ইউনিয়নে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছি। ৩টি ইউনিয়নেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে স্থানীয় চেয়ারম্যানদেরকে সার্বণিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ জানান, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে মানুষের দূর্দশা দেখেছি। তাদের সহযোগীতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে