ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় ৫ জনসহ ১১৩ জন প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার দুপুরে কটিয়াদী উপজেলা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন ৫ জন করোনা মুক্তরা হলেন, কটিয়াদী বাজারের বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৬২), কটিয়াদী উপজেলার এমদাদুল হক (৩৬), চর ঝাকালিয়া গ্রামের রেখা আক্তার (১৫), চান্দপুর ইউনিয়নের মিরের গাঁও গ্রামের আলম মিয়া(৬০) ও কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের মোঃ সোহরাব উদ্দিন (৪৫)। এ নিয়ে কটিয়াদী উপজেলায স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট ১১৩ জন সুস্থ হয়েছেন। কটিয়াদী উপজেলায় এ পর্যন্ত ১২৩ জন কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন মৃত্যু হয়েছে। বর্তমানে উপজেলায় ৯ জন আক্রান্ত নিজ বাড়িতে আইশোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।