ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ১ জন।এদের মধ্যে ২৬ বছরের একজন স্বাস্থ্যকর্মী , ৪০,৬৬ বছরের ২ জন পুরুষ, এবং ২৪,৩৩ বছরের ২ জন যুবক রয়েছেন।
স্বাস্থ্যকর্মীর বাড়ি পৌর সদরে, ৬৬ বছরের পুরুষের বাড়ি ভোগপাড়া গ্রামে, ৪০ বছরের পুরুষের বাড়ি কটিয়াদী পূর্বপাড়া মহল্লায়,২৪ বছরের যুবকের বাড়ি মুমুরদিয়া গ্রামে এবং ৩৩ বছরের ১ জন যুবকের বাড়ি মসুয়া ইউনিয়নে। গত ৯ জুনে পাঠানো ১৮ জনের নমুনা রিপোর্টে ৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়েছে।
এর আগে পৌর সদরের কটিয়াদী পূর্বপাড়া মহল্লার ১ জন এবং উপজেলার বৈরাগীরচর গ্রামের ১ জনসহ মোট ২ জন পুরুষ করোনা সনাক্ত হয়েছিলেন। গত শুক্রবার (১২ জুন) রাতে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্তসহ কটিয়াদী উপজেলায় সর্বমোট ৩৭ জন করোনায় আক্রান্ত হলেন।আক্রান্ত ৩৭ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।
এ ছাড়া উপজেলার পৌর সদরের পূর্বপাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী লতিফুল ইসলাম নামে একজন নতুন করে সুস্থ হয়েছেন। এ নিয়ে উপজেলায় ১৩ জন সুস্থ হলেন। কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান বিষয়টি শনিবার দূপুরে ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন।