মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জেজেডি ফেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মাসুম পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন, জেজেডি ফেন্ডস ফোরামের সভাপতি প্রভাষক আব্দুর রহমান শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, জেজেডি ফেন্ডস ফোরামের উপদেষ্টা রফিকুল হায়দার টিটু, নজরুল ইসলাম মজিব, মো. এখলাছ ইদ্দিন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মোবারক হোসেন, ফেন্ডস ফোরামের সহ-সভাপতি উপ সহকারী কৃষি কর্মকর্তা রাসেল মাহবুব, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল, জেজেডি ফেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংবাদিক উবাদুল্লাহ আকন্দ ভুবন, মাছুম বিল্লাহ তাহের, জেজেডি ফেন্ডস ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক মুজাহিদ বিন জালাল, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক প্রমুখ।