logo

কটিয়াদীতে তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা


কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাদিয়া আক্তার টুনি (০৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সাদিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের চুন্নু মিয়ার মেয়ে ও লোহাজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে পাট ক্ষেত থেকে হাত পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
নিহত সাদিয়ার মা সুফিয়া আক্তার জানান, আজ সকালে সাদিয়া তার বাবার সাথে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায় । নদীর কাছে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে সে বাড়িতে ফিরে আসার সময় নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাট ক্ষেতে হাত পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহ পাওয়া যায় । ধারনা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমি এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার চাই।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী জানান, নিহত সাদিয়ার মৃতদেহ পরিবারের লোকজন পাটক্ষেত থেকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে । সংবাদ পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে