logo

কটিয়াদীতে চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মাসুম পাঠান

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার সকালে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব।

উপজেলার ২শত ৪১টি ঠিকা কেন্দ্রের মাঝে টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

কটিয়াদী উপজেলা ৪৭ হাজার ৮ শত ১৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সি ৫ হাজার ২ শত ৫৭ জন শিশুকে একলাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৪২ হাজার ৫ শত ৫৯ জন শিশুকে দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

চার দিনের এ ক্যাম্পেইন চলবে আগামী রোববার পর্যন্ত। তবে, শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে