কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাবস্কাউটস ইউনিটি লিডার বেসিক কোর্সের তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
ভোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধু সূদন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী শরিফ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক আবুল কাসেম শিশির, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ ।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, ওসি তদন্ত শফিকুল ইসলাম, সিএনএন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাইনুর হক মেনু, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদ হোসেন সাধু, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আতিকুর রহমান কাযিন প্রমুখ।