logo

কটিয়াদীতে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, ৭ চিকিৎসক ও অফিস সহকারী করোনায় আক্রান্ত

ফ.হ জোয়ারদার আলমগীরঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ৭ চিকিৎসক ও ১ জন অফিস সহকারীসহ মোট ৯ জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। ১৮ এপ্রিল পাঠানো ১৮ জনের নমুনা পরীক্ষা করে এ ৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এছাড়াও গত বৃহস্পতিবার ১ জন ব্রাদার( নার্স) ও শনিবার ১ জন মেডিকেল অফিসারের শরীরেও করোনা শনাক্ত হয়েছিল। কটিয়াদী উপজেলায় মোট ১১ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। এ পর্যন্ত কটিয়াদীতে করোনায় আক্রান্ত ১১ জনের মাঝে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৮ জন মেডিকেল অফিসার, ১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ( স্যাকমো), ১ জন ব্রাদার ( নার্স) ও ১ জন অফিস সহকারী রয়েছেন। কিশোরগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য সোমবার বিকালে নিশ্চিত করেছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে