দর্পন ঘোষ, কটিয়াদী থেকে :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বুধবার বিকেলে নূর মোহাম্মদ এমপির পরামর্শমতে লোহাজুরী ইউনিয়নাধীন পূর্বচর পাড়াতলা গ্রামে নদী ভাঙ্গন কবলিত স্হানটি পরিদর্শন করেন। একইসাথে লোহাজুরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় চলমান এবং বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ তদারকি করা হয়। কাজের গুণগত মান বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলিম, লোহাজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূইয়া, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কটিয়াদীতে উপজেলা নির্বাহী অফিসারের নদী ভাঙ্গন ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন
প্রকাশ : Jun 03, 2021 | Comments Off on কটিয়াদীতে উপজেলা নির্বাহী অফিসারের নদী ভাঙ্গন ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন
