মো. খাইরুল ইসলাম, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ এমপি। কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভুইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মঈনুজ্জামান অপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির, উপজেলা কৃষকলীগের আহবায়ক সাইদুর রহমান, লোহাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক রাজু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. সৈয়দ মোরাদ, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন মোঃ সারোয়ার হোসেন, কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।