কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু ও প্রধান বক্তা জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য সাইদ আহমদ আজাদ র্খুরম ভুইয়া ।
বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাইয়ুম ভুইয়া, মো. সাদিকুর রহমান, মো. মজিবুর রহমান, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি জামাল উদ্দিন ভুইয়া, জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা দুর্জয় ফরাজি, উপজেলা জাতীয় পার্টির সংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মামুন প্রমুখ। সম্মেলন শেষে এডভোকেট মো. সেলিম উদ্দিনকে সভাপতি ও নুরুজ্জামান মামুনকে সাধারণ সম্পাদক করে (৫১) সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াছেক চুন্নু, সহ-সভাপতি মো.রফিকুল ইসলাম মজনু ও কমর উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।