উহুদ যুদ্ধ
মোঃ রফিকুল ইসলাম
উহুদের ময়দানেতে শহীদ প্রান্তর,
আমির হানজালা দিল প্রাণ নিরন্তর।
মুখেতে প্রভুর নাম শপথে কোরান,
জনবল ছিল আরও হাফেজে কোরান।
সত্তর জন বাহিনী, সজ্জিত কাতার,
কাফির বাহিনী ছিল হাজার হাজার।
যুদ্ধের দামামা বাজে হানজালার কানে,
উহুদে রণ প্রস্তুতি সকলের তানে।
তলোয়ার হাতে যুদ্ধ করে বার বার,
শহীদ-বাগানে লাশ পাই না যে তার।
খুশি হয়ে প্রভু নিয়ে যান যে আসমানে,
ফেরেশতারা দেন তাকে গোসল সম্মানে।