ঘটনাপ্রবাহ প্রতিবেদন
রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, বিপ্লব কুমার মঙ্গলবার সন্ধ্যার পর প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন।
প্রেস সচিব জানান, উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আম পেয়ে শেখ হাসিনার জন্য ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস পাঠানোর কথাও জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
উপহার পেয়ে শেখ হাসিনাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ফোন
প্রকাশ : Jul 06, 2021 | Comments Off on উপহার পেয়ে শেখ হাসিনাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ফোন
