ঘটনা প্রবাহ ডেস্ক:
মাছে ভাতে বাঙ্গালি,মাছের রাজা ইলিশ বলে কথা, রুপালি ইলিশ সবার কাছে লোভনীয়। সবার নজর ইলিশ মাছের দিকে ডিমওয়ালা মাছ হলোতো আর কথাই নেই। বর্তমানে রুপালি ইলিশ মাছের দাম দ্বিগুন শুনে অনেকে দুরে সরে যাচ্ছে মাছ বাজার থেকে। এমন দৃশ্য দেখা গেল নগরীর ফিশারিঘাট মাছ বাজারে। পাথরঘাটা এলাকার বাসিন্দা বাবুলের ছেলে সুমনের আবদারে মাছ কিনতে এলো ফিশারিঘাট মাছ বাজারে কিন্তু মাছের দাম আয়ের তুলনায় বেশী হওয়ায় খালি হাতে ফিরতে হলো বাবুলকে। বাবুল বলেন, মাছের দাম হাতের নাগালে ভেবে ছুটে এলাম বাজারে কিন্তু এসে দেখি ইলিশ মাছের দাম আগুন। খাওয়ার স্বাদ জাগলেও কিন্তু সামর্থ্য নেই কারন প্রতি কেজি একহাজার টাকা ইলিশ মাছের দাম। আমাদের মত সাধারন মানুষের ইলিশমাছ ক্রয় করা ধরাছোঁয়ার বাইরে, তাই খালি হাতে ফিরে যাচ্ছি বাসায়। সরেজমিনে দেখা গেছে, সাগরে মাছ ধরতে যাওয়া ইলিশ মাছের ট্রলারের অপেক্ষায় রয়েছে কর্ণফুলি নদীর তীরে ট্রলার মালিকরা। আবার অনেকের ইলিশ মাছের ট্রলার ঝাকেঁ ঝাকেঁ মাছ নিয়ে তীরে আসতে শুরু করেছে। এই মৌসুমে কর্ণফুলি নদীর পাড়ে এখন আসতে শুরু করেছে ঝাঁকে ঝাকেঁ রুপালি ইলিশ। ঠেলা গাড়ী নিয়ে অপেক্ষায় প্রহর গুনছেন অনেক আড়ৎদার। তীরে মাছের ট্রলার আসলে সব মাছ নামিয়ে একের পর এক ঠেলা গাড়ীতে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফিশারিঘাট বিভিন্ন আড়ৎ গুলোতে। এসব আড়ৎ থেকে বাংলাদেশের সব জায়গায় এমন কি বিদেশে ও রপ্তানি করা হচ্ছে এমন চিত্র দেখা যায়। এদিকে জেলেরা অভিযোগ করে বলেন, সাগরে আগের তুলনায় বড় ইলিশ মাছের দেখা তেমন মিলছে না।কারন মাছ বড় হওয়ার আগেই অনেকে কারেন্ট জালে মাছ ধরার কারনে জাটকা মাছ নিধন হচ্ছে বেশী তাই তেমন ইলিশ মাছ পাওয়া যাচ্ছেনা বলে তাদের অভিযোগ। এদিকে আড়ৎদার ব্যবসায়ীরা বলেন, এখন ইলিশ মাছের আকাল সাগরে তেমন ইলিশ মাছ পাওয়া যাচ্ছেনা। তাই দাম ও একটু বেশী হওয়ায় সাধারন ক্রেতার নাগালের বাইরে বলে জানান তিনি। তিনি আরও বলেন,সাগরে মাছ ধরতে যাওয়া সব ট্রলার এখনো তীরে এসে পৌঁছায়নি। সবমাছের ট্রলার একসাথে তীরে আসলে হয়তবা মাছের দাম একটু কমতে পারে। এদিকে কাজীর দেউরি, রেয়াজুদ্দিন কর্ণফুলি,বহদ্দারহাট, পাহাড়তলী কাঁচা মাছ বাজারে ঘুরে দেখা যায়,ইলিশের দাম বেশী প্রতি কেজি ১০০০ থেকে ৮০০শ টাকা সব বাজারে একই নিয়মে বেশী দামে বিক্রি হচ্ছে রুপালি ইলিশ।
হালিশহর থেকে পাহাড়তলী বাজারে ইলিশ মাছ ক্রয় করতে আসা গৃহিনি কুলছুম বেগম অভিযোগ করে বলেন, ইলিশ মাছ আসছে কিন্তু ঠিকই আমরা কিনতে গেলে দাম বেড়ে দ্বিগুন সাধারন মানুষের নাগালের বাইরে। আর সব সময় ঠিকভাবে বাজার মনিটরিং করা হয় না।
হালিশহর থেকে পাহাড়তলী বাজারে ইলিশ মাছ ক্রয় করতে আসা গৃহিনি কুলছুম বেগম অভিযোগ করে বলেন, ইলিশ মাছ আসছে কিন্তু ঠিকই আমরা কিনতে গেলে দাম বেড়ে দ্বিগুন সাধারন মানুষের নাগালের বাইরে। আর সব সময় ঠিকভাবে বাজার মনিটরিং করা হয় না।