ছেলেবেলা
ইঞ্জি: মোহাম্মদ শাহ্জাহান
২৯ – ০৫ – ২০২০ খ্রিষ্টাব্দ
————————–
দল বেঁধে সব জমতো এসে
পাড়ার ছেলেরা যত উঠতি বয়সে
ধূলোর মধ্যে হবে খেলা
যেখানটায় শেষ হওয়া খেতের আলু তোলা।
তিনজন করে প্রতি দলে
কম করেও ছয়জন লাগে খেলতে গেলে,
চারজন করে আটজন হলে
জমে ভালো সন্ধ্যা হলে –
চাঁন্দ রাইতে খেলতে লাগে অতি ভালো
ধূলোয় মাখা শরীর দেখতে ভেজায় কালো
খেলার নাম তিন কোণা
জিতবে শেষে দৌড় যাদের বেশি জানা।
খেলার শেষে রাত্রিতে সব বাড়ি ফিরলে
চিনতো না কেউ মুখ দেখালে –
মা বলতেন এতো ধূলো শরীরে মাখা
কেমনে হবে পড়া লেখা !
তাড়াতাড়ি সাবান মেখে গোছল সেরে
পড়তে বসো পড়ার ঘরে…
আগামীকাল হবেনা আর খেলতে যাওয়া
শরীরে লাগবে জ্বরের হাওয়া ,
এতেই কি আর থামবো মোরা
বিকাল বেলার সাথী ছাড়া!
এখনতো আর কেউ খেলেনা ধূলো মাখা খেতে
গেইমস ভরা মোবাইল থাকে সকল ছেলের হাতে