logo

ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহানের কবিতা” ছেলেবেলা”

ছেলেবেলা

ইঞ্জি: মোহাম্মদ শাহ্জাহান
২৯ – ০৫ – ২০২০ খ্রিষ্টাব্দ
————————–

দল বেঁধে সব জমতো এসে
পাড়ার ছেলেরা যত উঠতি বয়সে
ধূলোর মধ্যে হবে খেলা
যেখানটায় শেষ হওয়া খেতের আলু তোলা।
তিনজন করে প্রতি দলে
কম করেও ছয়জন লাগে খেলতে গেলে,

চারজন করে আটজন হলে
জমে ভালো সন্ধ্যা হলে –
চাঁন্দ রাইতে খেলতে লাগে অতি ভালো
ধূলোয় মাখা শরীর দেখতে ভেজায় কালো
খেলার নাম তিন কোণা

জিতবে শেষে দৌড় যাদের বেশি জানা।
খেলার শেষে রাত্রিতে সব বাড়ি ফিরলে
চিনতো না কেউ মুখ দেখালে –
মা বলতেন এতো ধূলো শরীরে মাখা
কেমনে হবে পড়া লেখা !

তাড়াতাড়ি সাবান মেখে গোছল সেরে
পড়তে বসো পড়ার ঘরে…
আগামীকাল হবেনা আর খেলতে যাওয়া
শরীরে লাগবে জ্বরের হাওয়া ,
এতেই কি আর থামবো মোরা
বিকাল বেলার সাথী ছাড়া!

এখনতো আর কেউ খেলেনা ধূলো মাখা খেতে
গেইমস ভরা মোবাইল থাকে সকল ছেলের হাতে

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে