সাইদুর রহমান পাটোয়ারী:
কি মহত কাজ করছেন? তৃপ্তির ঢেঁকুর তুলছেন? না বরং আপনি দেশের ক্ষতি দশের ক্ষতি করছেন।আপনার ১ বেলার খাবারের জন্য পোনামাছ ধরা থেকে বিরত থাকুন।তাদের বড় হতে দিন।সেদিন এই মাছগুলোই আপনার ১ বছরের খাবার হয়ে ফিরে আসবে।দয়া করে মা এবং পোনামাছ ধরা থেকে বিরত থাকুন এই মুহূর্তে!
বন্ধুরা এখন আমাদের দেশীয় প্রজাতির সুস্বাদু মাছগুলোর ডিম ছাড়ার ও বাচ্চা দেয়ার প্রজনন কাল। এই দেশীয় প্রজাতির মাছগুলোর অনেক জাতই আমাদের মানুষের নির্মম অত্যাচারের কারণে আজ আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাই আমার আপনার সোনামণিদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে এইসব দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছগুলো কে দয়া করে মারবেন না। ওদের সারা বছর জুড়ে বড় হতে দিন। বছর শেষে তাঁরা বংশবিস্তার করে আপনাকে শতগুণ মাছ উপহার দেবেন ইন শা আল্লাহ!