মাসুম পাঠান, পাকুন্দিয়া থেকে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের মো. আসাদ মিয়া (৬৫) তবলীগ জামায়াতে ৭ ছিল্লা শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দুপুর ২টা কক্সবাজার ঈদগাহ জামে মসজিদে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —–রাজিউন)। মৃত্যু কালে তিনি ২ছেলে ১মেয়ে রেখে যান। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জানাযা নামাজ শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাবাসি শোক প্রকাশ করেন।
আসাদ মিয়া ৭ ছিল্লা শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ি ফিরল লাশ হয়ে
প্রকাশ : Jun 15, 2017 | Comments Off on আসাদ মিয়া ৭ ছিল্লা শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ি ফিরল লাশ হয়ে
