logo

আলোচিত প্রবাসীর স্ত্রী ও তিন সন্তান হত্যায় নিহত সেই বড় মেয়ে জিপিএ ৫ পেয়েছে

শ্রীপুর সংবাদদাতা, ৩১ মে ২০২০

গাজীপুরে শ্রীপুরে আলোচিত মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে হত্যায় নিহত বড় মেয়ে সাবরিনা নুরা এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। শ্রীপুরের আবদার গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। জানা যায়, নিহত বড় মেয়ে সাবরিনা নুরা গাজীপুরের জৈনাবাজার এলাকার হাজী আব্দুল কাদের একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। স্কুলের প্রধান শিক্ষক জানান, আজকের ঘোষিত ফলাফলে নুরা জিপিএ ৫ পেয়েছে । এখন তার এ ফলাফল বন্ধুবান্ধব ও পরিবারের কাছে শুধুই স্মৃতি। এ বছরের ২২ এপ্রিল রাতে নিজ বাসায় মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী ও তিন সন্তানকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে