মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ ফানস (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —–রাজিউন)। মৃত্যু কালে ৫ছেলে ৩মেয়ে । আসর বাদ জানাযা নামাজ শেষে পাঁচলীপাড়া সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান শরাফত লস্কর পারভেজ গভীর শোক প্রকাশ করেন।
আব্দুল মজিদ ফানস মেম্বার আর নেই
প্রকাশ : Mar 13, 2017 | Comments Off on আব্দুল মজিদ ফানস মেম্বার আর নেই
