আন্তর্জাতিক ডেস্কঃ আন্দোলনকারী এক নারীর গায়ে হাত তুলে সাময়িক বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই ঘটনার ২৪ ঘণ্টা মধ্যেই শুক্রবার (২১ জুন) তাকে বরখাস্ত করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এ সংক্রান্ত তদন্ত শেষ হওয়ার পর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) রাতে লন্ডনের ওয়েস্টমিনিস্টারের ম্যানশন হাউসে অর্থমন্ত্রীর বার্ষিক ভাষণ ও ভোজসভার আয়োজন করা হয়। যুক্তরাজ্যের খ্যাতনামা ব্যবসায়ী ও রাজনীতিকরা এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানটি পণ্ড করতে রাত ৯টার দিকে সেখানে ঢুকে পড়েন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনকারী একদল নারী। লাল পোশাকধারী এই নারীদের গলায় ছিল ‘ক্লাইমেট ইমারজেন্সি’ লেখা উত্তরীয়।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানস্থলের এক পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এক নারী। এক পর্যায়ে চেয়ার থেকে উল্টো দিকে ফিরে ওই নারীকে পিলারের সঙ্গে ঠেসে ধরেন প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এরপর ঘাড় ধরে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন তাকে।
এ ঘটনার ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন মার্ক ফিল্ড। প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ডকে ‘জঘন্য আচরণ’ হিসেবে আখ্যায়িত করেন একাধিক আইনপ্রণেতা। সমালোচনার মুখে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়।
তবে প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড-এর দাবি, ওই নারীর কাছে অস্ত্র থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি তাকে বাধা দিয়েছেন।
আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য মার্ক ফিল্ড বলেছেন, গায়ে হাত তোলার জন্য তিনি আন্দোলনকারী ওই নারীর কাছে ক্ষমাপ্রার্থী।