দর্পন ঘোষ, কটিয়াদী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের জন্য একটি টিভি প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট এ.কে. এম শফিকুল ইসলাম । এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন এবং সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে এডভোকেট শফিকের টিভি প্রদান
প্রকাশ : Jun 10, 2020 | Comments Off on আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে এডভোকেট শফিকের টিভি প্রদান
