ফরিদ রায়হান, বিশেষ প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের ১১শত ৬০জন করোনা (কোভিড-১৯) ভাইরাস এ কর্মহীন মানুষের মাঝে খাদ্যাসামগ্রী বিতরণ করে ডাব্লিউকেসি গ্রুপ।
মঙ্গলবার সকালে উপজেলা সম্প্রসারণ ভবনের সভা কক্ষে দিনব্যাপী ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন
বিশিষ্ট ব্যবসায়ী ও ডাব্লিউকেসি গ্রুপের এমডি সৈয়দ শাহিনুর রহমান শিপন।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল আলম।
নিরাপদ দুরত্ব রেখে ত্রাণ বিতরণ কাজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নজরুল ইসলাম, সাইফুদ্দীন লিচু, সাখাওয়াত হক জুসেফ, রাজীব খানঁ, রহমত উল্লাহ ও আলাউদ্দিন।
এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী কাজ করে।
খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল, ১৫কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১লিটার সয়াবিন, ১/২কেজি লবন, ১টি সাবান ও ১টি সার্জিক্যাল মাস্ক।
অষ্টগ্রাম উপজেলায় করোনা ভাইরাস মোকাবিলায় ব্যক্তিগতভাবে সর্বাধিক মানুষকে ত্রাণ দিল ডাব্লিউকেসি গ্রুপ।
ডাব্লিউকেসি গ্রুপের এমডি সৈয়দ শাহিনূুর রহমান বলেন, মানবিক দায়িত্তবোধ থেকে সাধ্যমত কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। সামনে এই মানুষদের পাশে থাকবো। চেষ্টা করব এই বিশ্ব মহামারী সবাই এক সাথে ভাল থাকতে।