অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সাজা দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজা বহাল রেখেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। এর আগে এ মামলায় নিম্ন আদালত ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস দেন এবং একই মামলার রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।
পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুর্নীতি দমন কমিশন। ঘুষ হিসেবে আদায়ের পর বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন দুদক।