logo

৬ মে শুভ-তিশার ‘অস্তিত্ব’

‘মুসাফির’ মুক্তির আগের সন্ধ্যায় (২১ এপ্রিল) ঘোষণা এলো ‘অস্তিত্ব’ মুক্তির। দুটি ছবির নায়কই আরিফিন শুভ। ‘যেখানেই বাংলাদেশি, সেখানেই বাংলা সিনেমা’- এই বিষয়কে প্রতিপাদ্য করে আগামী ৬ মে রূপালি পর্দায় আসছে ‘অস্তিত্ব’।

ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, ঢাকাসহ দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অস্তিত্ব’। এ ছাড়া কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিরাও এটি উপভোগ করতে পারবেন। তিনি ফেসবুকে উল্লেখ করেছেন, “সিনেমা বানানো একটা যুদ্ধ, তার চেয়ে বড় যুদ্ধ হচ্ছে ছবি মুক্তি দেওয়া। সেই যুদ্ধে জয়ী হলাম আজ। আসছে ৬ মে সারাদেশে মুক্তি পাবে ‘অস্তিত্ব’।”

নাটকের পর প্রথমবারের মতো চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। নতুন এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। ‘অস্তিত্ব’র মাধ্যমে বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিষেক হচ্ছে জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশার। একই সঙ্গে এই ছবিটিতে থাকছে মানবিক একটি গল্প। বুদ্ধি প্রতিবন্দী এক কিশোরীর অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে এতে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, সুব্রত, সৌমি, জোভান, ডন প্রমুখ। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি। গান তৈরি করেছেন ইবরার টিপু, প্রীতম হাসান ও নাভেদ পারভেজ। ওমেরা এলপিজি নিবেদিত ছবিটি প্রযোজনা করেছেন কার্লোস সালেহ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে