কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ১৯৯৭ সালে । এরপর ২৫ বছর পেরিয়ে গেলেও আর কোনো সম্মেলন বা কমিটি হয়নি। গত বুধবার কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞপ্তিতে ২১ শে জুন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এ সম্মেলন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কর্মী-সমর্থকদের মাঝে হিসাব-নিকাশ চলছে। তারা চায়ের দোকান, দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে প্রার্থীরা সবার কাছে দোয়া চাইছেন। সমর্থকদের মধ্যে কার নেতা পদ পাবেন তা নিয়ে চলছে হিসাব-নিকাশ। সব মিলিয়ে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজমান। দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে করা দুই বছর মেয়াদি ৬৭ সদস্যের ওই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৭ জন মারা গেছেন।
কমিটির সভাপতি ছিলেন ডা. শামসুর আলম গোলাপ মিয়া ও সাধারণ সম্পাদক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। সভাপতি ২০১৯ সালে বার্ধক্যজনিত কারণে ও সাধারণ সম্পাদক ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান।
বর্তমানে পদ দুটি চলছে ভারপ্রাপ্ত দিয়ে। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে দলের সাংগঠনিক কার্যক্রম। গত বছরের ৩ জুলাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে সেটিও স্থগিত হয়ে যায়।
সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন কটিয়াদী কলেজের সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান ভুইয়া, আওয়ামীলীগ নেতা মইনুজ্জামান অপু, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর ও শিল্পপতি রাজন আহম্মেদ মল্লিক।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি গিয়াস উদ্দিন আহাম্মেদ, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন , কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লায়ন মো. সারোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা এডভোকেট যায়েদ মোহাম্মদ হাবিবুল্লাহ ও এডভোকেট মো. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা তরুণ লীগের সভাপতি মো. হুমায়ূন কবির ।
২০২০ সনে কটিয়াদী পৌরসভাসহ ৯টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে বর্তমানে কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে তিন ভাগে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। সভাপতি পদপ্রার্থী সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান ভুইয়া, আওয়ামীলীগ নেতা মইনুজ্জামান অপু, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর এর পক্ষ নিয়ে দলীয় নেতা কর্মীরা মাঠে নেমেছে। তবে অপর সভাপতি প্রার্থী রাজন আহাম্মদ মল্লিকের সমর্থন নেতা কর্মীদের মাঝে কম থাকলেও তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের কাছে পদ পাওয়ার জন্য তদবির চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ কোন প্রার্থীকেই সরাসরি সমর্থন দিচ্ছেন না বলে নেতা কর্মীরা জানান।